১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ নেই

-

কক্সবাজারের চকরিয়ায় ঘূর্ণিঝড়ের মহাবিপদ সঙ্কেত দেয়ার অনেক আগে রোববার ভোর ৪টায় বিদ্যুৎ চলে যায়। আর গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। অথচ পাশের উপজেলাগুলোতে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
এ উপজেলায় গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় এলাকার জনসাধারণ দুর্ভোগে পড়েছে। যার ফলে হাসপাতালের রোগীদের বিভিন্ন টেস্ট, ফ্রিজের খাবার নষ্টসহ মসজিদে পানির অভাবে নামাজ আদায় করতে হিমশিম খেতে হচ্ছে।
চকরিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যুৎ না থাকায় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে মনে করছেন গ্রাহকরা। এ ব্যাপারে চকরিয়া আবাসিক প্রকৌশলীর সাথে বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার অফিস সহকারী ফোন রিসিভ করে বলেন, ‘স্যার ব্যস্ত আছেন’।


আরো সংবাদ



premium cement