মুলাদীতে বোমা সদৃশ বস্তু নিয়ে আতঙ্ক
- বরিশাল ব্যুরো
- ২৮ মে ২০২৪, ০০:০০
বরিশালের মুলাদী উপজেলায় তিনটি ব্যাগে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসাদৃশ্য বস্তু নিয়ে আতঙ্ক বিরাজ করছে। গত রোববার বিকেলে মুলাদী সরকারি কলেজের পেছনে একটি পরিত্যক্ত ভবনে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। এরপর স্থানীয়দের মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বরিশাল থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রাত পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
স্থানীয় আবদুর রহমান জানান, বিকেলে স্থানীয় এক ব্যক্তি ওই পরিত্যক্ত ভবনে বোমার মত কিছু একটা বস্তু দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশ ঘিরে রেখেছে। এমন ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ভয় কাজ করছে।
মুলাদি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন বলেন, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়ার পর থেকে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।
ওসি মো: জাকারিয়া বলেন, একটি পরিত্যক্ত ভবনে স্থানীয়রা বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে জানায়। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তিনটি ব্যাগে বোমার সরঞ্জাম ও বোমার মতো দেখতে কিছু বস্তু রয়েছে। বিষয়টি বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামকে জানালে তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চকে জানিয়েছেন। তারা আসার পর উদ্ধার কাজ শুরু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা