জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারে সুপার সিক্সটির নিত্যপণ্য প্রদান
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ২৭ মে ২০২৪, ০০:০৫
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আহসানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের মধ্যে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংগঠন সুপার সিক্সটিন। গত শনিবার উপজেলার বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত চন্দ্র সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন ও স্থানীয় চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।
গত শুক্রবার জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটির সভাপতি প্রবাসী সাংবাদিক আরিফ আল-মাহফুজ ও সাধারণ সম্পাদক ও প্রবাসী সমাজকর্মী মেহেদী হাসান বাবরের পরামর্শে এ সহায়তা প্রদান করা হয়।
ভীমখালী ইউপি টিম লিডার আব্দুস সামাদ আফিন্দী নাহিদের পরিচালনায় বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তারেক আল মঈন, ইরানপ্রবাসী করম আলী, জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, শিক্ষক নুর আলম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা