চালকবিহীন বিমানের আবিষ্কারক দেশের মাটিতে পা রাখলেন
- ফখর উদ্দিন ইমরান কটিয়াদী (কিশোরগঞ্জ)
- ২৬ মে ২০২৪, ০০:০৫
২০ বছর পর দেশের মাটিতে পা রাখলেন আমেরিকার বোয়িং কোম্পানিতে কর্মরত বিখ্যাত চালকবিহীন বিমানের আবিষ্কারক বীর মুক্তিযোদ্ধা ড. হুমায়ুন কবির। সাথে নিয়ে এসেছেন তার সহধর্মিণী ফরিদা কবিরকে। তিনি গত ২২ মে ঢাকায় আসেন। তারপর তিনি ঢাকায় দুই দিন অবস্থানের পর গত ২৪ মে হেলিকপ্টারযোগে নিজ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের তার নানার বাড়িতে গেলে সাধারণ মানুষসহ বিশিষ্ট ব্যক্তিরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামসুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তার নিজ জেলায় প্রথমে বরন করেন ব্রিটিশ সরকারের ভাতাপ্রাপ্ত শতবর্ষী আব্দুল মান্নান। পরে তিনি এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় যুক্ত হয়ে বলেন, অনেক দিন পর আমার নিজ জেলায় আসতে পেরে আমি আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি যদি চালকবিহীন বিমানের আবিষ্কারক হতে পারি, তোমরাও ভবিষ্যতে এরকম বিমান ও হেলিকপ্টারের আবিষ্কারক হতে পারবে। তোমাদেরকে এখন থেকে মেধা মননশীল হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।
জানা যায়, সর্বশেষ তিনি ২০০৪ সালে নিজ দেশে এসেছিলেন। চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান শামসুদ্দিন বলেন, বিজ্ঞানী হুমায়ুন কবির বাংলাদেশের গর্ব। তাকে দেখতে পেরে আমরা খুবই আনন্দিত।
উল্লেখ্য, সম্প্রতি তিনি আরো একটি বিশেষ ও আধুনিক হেলিকপ্টার আবিষ্কার করেছেন। বাংলাদেশী এই বিশিষ্ট রকেট বিজ্ঞানী, উদ্ভাবক, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসে গত ২৬ বছর ধরে বোয়িং বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। ডক্টর কবিরকে মার্কিন সরকারের জন্য এই বিশেষ হেলিকপ্টারটি তৈরিতে কয়েক শ’ সেরা এবং উজ্জ্বলতম মহাকাশ প্রকৌশলী সাহায্য করেছেন। এর আগে ১৯৮৬ সালে আবিষ্কার করেছেন রিমোট নিয়ন্ত্রিত এইচ-৫ হায়েন্স হেলিকপ্টার। বর্তমানে হুমায়ুন কবির যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা