ফুটবল খেলা নিয়ে তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষ, ৩০ জন আহত
- তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ০০:০৫
ফুটবল খেলা নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটজনকে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বাদশা মিয়া জানান, ফুটবল খেলার লাইনম্যান শেখ ফরিদ বল সীমানার বাহিরে যাওয়া নিয়ে ইয়াসিম মিয়াসহ কয়েকজন দর্শকের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি তার হাতে থাকা ফ্লাগ দিয়ে দর্শকদের একজনকে আঘাত করেন। এতে ওই লাইনম্যানকে বাতিল করে অন্য একজনকে দায়িত্ব দেয়া হয়। পরে ওই লাইনম্যান বাড়িতে গিয়ে তার আত্মীয়স্বজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রতনশ্রী গ্রামের খেলায় আসা দর্শক ইয়াসিম মিয়াসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। আহতদের মধ্যে তাজ উদ্দিনের ছেলে হোসাইন মিয়াকে (২৪) সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা