রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে জখম থানায় অভিযোগ
- কাঞ্চন শিল্পাঞ্চল (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ০০:০৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ জাহেরা বেগমকে (৪৬) কুপিয়ে মারাত্মক জখম ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী জিল্লুর রহমান বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মামলার বাদি জানান, আমরা গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুনবাজার এলাকায় মতি মিয়ার বাড়িতে গত ছয় বছর ধরে ভাড়া থাকি। গত মঙ্গলবার আমার ছেলে তানভীরকে সেলাই রেন্স চুরির অপবাদ দিয়ে মতি মিয়া তার ভাই রফিক, মতি মিয়ার স্ত্রী রোজী ও মতি মিয়ার বাবা আজিম উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা চালায়। আমি প্রতিবাদ করলে আমাকে পিটিয়ে জখম করে। এ সময় আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকে প্রথমে শ্লীলতাহানি করে। এক পর্যায়ে মতি মিয়া রামদা দিয়ে আমার স্ত্রী জাহেরার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আমার ঘরের আলমারিতে রাখা নগদ এক লাখ ২০ হাজার টাকা ও আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় আমাকে জানে মেরে ফেলারও হুমকি দেয়। পরে আমার স্ত্রীকে আশপাশে লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই সুজন বিশ^াস জানান, মারামারির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা