ধামরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল লতিফ
- ধামরাই (ঢাকা) সংবাদদাতা
- ২৬ মে ২০২৪, ০০:০৫
ধামরাই উপজেলা নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান মো: আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এতে মহিলাসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। তবে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নতুন মুখ হিসেবে ঢাকা জেলার যুবলীগের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ (আনারস মার্কা) ৪২ হাজার ৯৫৮টি ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ মাসুদ লালটু (মোটরসাইকেল মার্কা) ৩৮ হাজার ৬৩৩টি ভোট পান।
এ ছাড়া নতুন মুখ হিসেবে গণবিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তরুণ ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নতুন মুখ হিসেবে আফরোজা আক্তার বিজয়ী হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা