রাজবাড়ীতে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ ছাত্র রাব্বি
- রাজবাড়ী প্রতিনিধি
- ২৬ মে ২০২৪, ০০:০৫
রাজবাড়ীতে বিস্কুট কিনতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে মাদরাসাছাত্র রাব্বি ফকির (১১)। রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে। সে বাড়ির পাশে স্থানীয় একটি মাদরাসায় মক্তব বিভাগে পড়ালেখা করত।
রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের বাবা থানায় একটি জিডি করেছেন। আমরা দ্রুতই তার সন্ধানে পদক্ষেপ নিচ্ছি।
রাব্বির বাবা ওয়াসিম ফকির জানান, রাব্বি কিছুটা অসুস্থ। বাড়ি থেকেই পার্শ্ববর্তী একটি মাদরাসায় পড়ালেখা করে। গত ২০ মে দুপুরে বাড়ির পাশে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট কিনতে যায়। এর পর সে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে একটি গোল গলা গেঞ্জি ও পরনে একটি নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা