কোটালীপাড়ায় নতুন নির্বাহী অফিসারের মতবিনিময় সভা
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ২৫ মে ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নব যোগদানকৃত নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে কোটালীপাড়ার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনদের সাথে মতনিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার লাল শাপলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু (পল্টু), মহিলা ভাইস চেয়ারম্যান জেছমিন বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান রহমান হাজরা, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মস্তফা শেখ প্রমুখ। সভা পরিচালনা করেন নেছার উদ্দিন তালুকদার কলেজের শিক্ষক হাবিবুর রহমান মুকুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা