ক্ষুদ্র সঞ্চয় করে ভ্যানচালক ফরিদ ব্যাপারীর ওমরাহ পালন
- ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)
- ২৫ মে ২০২৪, ০০:০০
বরিশালের মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ড বড় চরমাধবপুরের আবদুর রব ব্যাপারীর ছেলে ভ্যানচালক ফরিদ ব্যাপারী প্রতিদিন অল্প অল্প টাকা জমিয়ে গত ২ মে ওমরাহ হজ পালন করে এসেছেন।
জানা গেছে, ফরিদ ব্যাপারীর দীর্ঘ দিনের ইচ্ছা ছিল আল্লাহর ঘর তাওয়াফ ও মদিনা শরিফে রাসূল সা: এর কবর জিয়ারত করবেন। তার মনের আশা পূরণ হওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। ফরিদ ব্যাপারী বলেন, ভালো কাজের নিয়ত করলে আল্লাহ যে কোনোভাবেই সেটি পূরণের ব্যবস্থা করে দেন।
ভ্যান চালিয়ে মাসে আয় করেন তিন থেকে চার হাজার টাকা। সংসারের খরচ চালানোর পর হাতে কিছু থাকে না। তার পাঁচ ছেলে সন্তান। ছোট ছেলে তার সাথে থাকে। অন্যরা আলাদা সংসার করেছে।
ফরিদ ব্যাপারী ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে দিন-রাত ভ্যান চালাতেন। প্রতিদিনের আয় থেকে কিছু টাকা তিনি অন্যত্র জমা রাখতেন। এভাবে ৩০ বছর ধরে ভ্যান চালিয়ে তিনি ওমরার টাকা জোগাড় করেন। স্ত্রীকেও ওমরায় নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু স্ত্রীর শরীরের অবস্থা ভালো না থাকায় তাকে নিয়ে যেতে পারেননি। এ জন্য মনের কোণে একটু কষ্ট জমা হয়ে আছে।
ওমরাহ পালন করতে গিয়ে তিনি কোনো ঋণ করেননি। তিনি জানান, ঋণগ্রস্তের ওমরা কিংবা হজ হয় না। তিনি স্ত্রীকে নিয়ে আবার হজ পালনের ইচ্ছা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা