১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বদ্বীপ পরিকল্পনার প্রথম ধাপের প্রশিক্ষণ সম্পন্ন

-

‘সাপোর্ট টু দ্যা ইমপ্লিমেন্টেশন অব বাংলাদেশ ডেল্টাপ্ল্যান’ এর আওতায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনার প্রথম ধাপের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ১৯ মে থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। সমাপনী দিনে সিনিয়র সচিব সত্যজিত কর্মকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী বক্তব্য প্রদান করেন। গত মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের (বশেমুরকৃবি) অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
এ প্রশিক্ষণে যুগ্মসচিব ড. তৈইবুর রহমান, অতিরিক্ত সচিব মাফিদুল ইসলাম ও খান মো: নূরুল আমিন প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে বশেমুরকৃবির অধ্যাপক ও আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং একই বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলমসহ শিক্ষক, গবেষক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।


আরো সংবাদ



premium cement