১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

উপজেলায় বিজয়ী হলেন যারা

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ীদের আরো কিছু তালিকা নিচে দেয়া হলো। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়:

সোনারগাঁওয়ে চেয়ারম্যান হলেন মাহফুজুর রহমান কালাম
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজু রহমান কালাম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৮৩,৮৬৮ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সহসভাপতি মাছুম চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা পারভীন শ্যামলী।

হিজলায় চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু
বরিশাল ব্যুরো জানায়, হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। চেয়ারম্যান পদে আলতাফ মাহমুদ দিপু ঘোড়া প্রতীকে ২৫,৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন।

কালকিনিতে তৌফিকুজ্জামান শাহিন বিজয়ী
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৩৬,১৯০। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরিফা আক্তার বিথী কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রামের ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী, উলিপুর উপজেলায় সাজাদুর রহমান তালুকদার ও সদর উপজেলায় মো: মনজুরুল ইসলাম রতন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজারহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অজয় কুমার এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা বেগম। উলিপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু সাইদ। কুড়িগ্রাম সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আলপনা।

কক্সবাজারের ৩ উপজেলায় নতুন চেয়ারম্যান
কক্সবাজার অফিস
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিএনপি থেকে বহিষ্কৃত জেলা যুবদলের সহসভাপতি শাফায়েত আজিজ রাজু ঘোড়া প্রতীক নিয়ে ২২,৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চকরিয়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফজলুল করিম সাঈদী দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬,১২২ ভোট পেয়ে এবং নবগঠিত ঈদগা উপজেলায় প্রথম চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ নেতা আবু তালেব। টেলিফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬৬৭২ ভোট।

হাটহাজারীতে আ’লীগের পদধারীরা কেউ জয় পাননি
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী (আনারস)। তিনি পেয়েছেন ৩৫,৯৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দীন জীবন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাজেদা বেগম। ভাইস চেয়ারম্যানদের একজনও আওয়ামী লীগের বর্তমান কমিটিতে নেই।

চাটমোহর মির্জা রেজাউল করিম দুলাল চেয়ারম্যান
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মির্জা রেজাউল করিম দুলাল, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক ফিরোজা পারভীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ইভিএম এর সকল ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গায় বর্তমান দুই চেয়ারম্যান হারালেন জামানত
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান দুই চেয়ারম্যান তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের টানা চারবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস এবং আলমডাঙ্গা উপজেলার একবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো: আইয়ুব হোসেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোট পড়েছে এক লাখ এক হাজার ৩৮৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৯৮৬টি। বৈধ ভোট পড়েছে ৯৮ হাজার ৮০২টি। এখানে প্রার্থীকে জামানত ফেরত পেতে প্রয়োজন ছিল ১২ হাজার ৩০০ ভোটের। কিন্তু বর্তমান চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস তার আনারস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪১৯ ভোট। ফলে তিনি জামানত হারিয়েছেন।
অন্য দিকে আলমডাঙ্গায় মোট ভোট পড়েছে ৮০ হাজার ৭১৪টি। বৈধ ভোট ৭৭ হাজার ৯৯৪টি। আলমডাঙ্গার বর্তমান চেয়ারম্যান মো: আইয়ুব হোসেন দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০৬ ভোট। জামানত টেকাতে তার প্রয়োজন ছিল ৯ হাজার ৭৪৯ ভোটের।
রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বর্তমান দুই চেয়ারম্যানই তাদের জামানত হারিয়েছেন।
একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। সে হিসেবে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা বর্তমান দুই চেয়ারম্যানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভেড়ামারা আবু হেনা মোস্তফা কামাল মুকুল জয়ী
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান পদে আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভাইস চেয়ারম্যান পদে বুলবুল হাসান পিপুল এবং মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার বিজয়ী হয়েছেন।

পোরশার চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ
পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। তিনি কাপ-পিরিচ প্রতীকে ২৬,২০৮ ভোট পান। এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্মআহ্বায়ক মমতাজ বেগম বিজয়ী হয়েছেন।

কাউখালীতে চার আ’লীগ নেতাকে পরাজিত করলেন আবু সাঈদ মিয়া
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের আস্থাভাজন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ মিয়া মনু। এবারের নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে প্রচার প্রচারণা করেন। এ সুযোগ কাজে লাগিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ মিয়া মনু।

দশমিনায় ইকবাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর দশমিনা উপজেলায় টেলিফোন প্রতীকের প্রার্থী ও উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার ১২,০১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রথীক নিয়ে তমিজ উদ্দিন তমান জোমাদ্দার ও মহিলা ভাইস চেয়্যারম্যান পদে ফুটবল প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন।

গৌরীপুরে সোমনাথ সাহা চেয়ারম্যান
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারম্যান পদে সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪,৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা ইয়াছমিন বিজয়ী হয়েছেন।

মনিরুল ইসলাম ঝিকরগাছার চেয়ারম্যান
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪০,৬৪৩ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশীদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা বিজয়ী হয়েছেন।

ঝালকাঠি সদরে খান আরিফ, নলছিটিতে সেলিম খান
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠি সদরে আনারস প্রতীক নিয়ে খান আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ঝালকাঠি সদরে খান আরিফুর রহমান পেয়েছেন ৩৩,৯৪৩ ভোট ও নলছিটিতে সালাহউদ্দিন খান সেলিম পেয়েছেন ২৪,৭২৮ ভোট। এ ছাড়া ঝালকাঠি সদরে ভাইস চেয়ারম্যান পদে লস্কর আসিফুর রহমান দিপু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমা এবং নলছিটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়শা আক্তার রিনা বিজয়ী হয়েছেন।


আরো সংবাদ



premium cement
ভারত-বাংলাদেশ নিজেরা মতভেদ দূর করুক : যুক্তরাষ্ট্র ১৯৬ কোটি টাকার পাম-সয়াবিন তেল কিনছে সরকার দুদক চেয়ারম্যান ও কমিশনারদের সম্পদের হিসাব চায় টিআইবি কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত মিসরকে ইসরাইলি বন্দীদের তালিকা দিলো হামাস ঘন ঘন বৈঠক প্রমাণ করে সরকার কর্মব্যস্ত : অর্থ উপদেষ্টা চিন্ময় দাসের আগাম জামিন শুনানির আবেদন নাকচ বেনাপোলে সীমান্ত থেকে ২ নারী আটক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় অংশ নেয়া আ‘লীগ নেতা বিএনপির লং মার্চ : আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ

সকল