সড়কের মধ্যে ভাঙা কালভার্টটিই যেন সবার গলার কাঁটা
- রবিন আহম্মেদ পায়রা বন্দর (পটুয়াখালী)
- ২৩ মে ২০২৪, ০০:০০
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামের পুলঘাট বাজার সংলগ্ন সড়কের ওপর নির্মিত কালভার্টটির এক অংশ প্রায় এক বছর ধরে ভেঙে গর্ত তৈরি হয়ে আছে। ধীরে ধীরে গর্ত আরো বড় হচ্ছে কিন্তু কালভার্টের ভাঙা অংশ মেরামত কিংবা সংস্কার করা হচ্ছে না। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই পথে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে তিন গ্রামের কয়েক হাজার মানুষকে।
সরেজমিন দেখা যায়, কালভার্টটির পাটাতনের অর্ধেক অংশের ঢালাই ধসে গিয়ে শুধু রডগুলো ভেসে উঠেছে। তৈরি হয়েছে বিশাল গর্ত। বাকি যেটুকু আছে তাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কালভার্টটি তিন রাস্তার মোড় সংলগ্ন হওয়ায় দ্রুতগামী যে কোনো যানবাহনকে সহসাই গর্তের মুখে এসে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়রা জানান, হাটবাজারে কৃষিপণ্য সরবরাহ করা, হাসপাতালে রোগী নিয়ে যাতায়াতে কিংবা অন্যান্য কাজে বাজারের সাথে যোগাযোগ করতে প্রতিদিন এই রাস্তায় কয়েকশ’ মোটরসাইকেল যাত্রীসহ আসা-যাওয়া করে। এছাড়া গঙ্গীপাড়া ও সেনের হাওলা গ্রামের স্কুল কলেজ ও মাদরাসা পড়–য়া শিক্ষার্থীরা এই সড়ক পথেই যাতায়াত করে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে কালভার্টটি মেরামতের দাবি তাদের।
মোটরসাইকেল চালক ওদুদ তালুকদার বলেন, মোটরসাইকেল চালিয়ে এখানে আসার সাথে সাথে শতর্ক হয়ে যাই। না জানি ভাঙা কালভার্টের গর্তে পড়ে যাই। তিনি আরো জানান, মাত্র ১০-১২ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান নজরুল প্যাদার আমলে কালভার্টটি নির্মিত হয়েছিল। এতো তাড়াতাড়ি এটি ভেঙে যাবার কথা না। অথচ আগের দিনে একটি সিতু বা কালভার্ট নির্মিত হলে অনায়াসে অর্ধশতাব্দী পার হয়ে যেত।
এলজিইডির উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা