দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশু জায়েদ এখন ইতালি প্রবাসীর দত্তক
- ময়মনসিংহ অফিস
- ২৩ মে ২০২৪, ০০:০০
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর বেঁচে যাওয়া দেড় বছরের শিশু জায়েদকে দত্তক নিয়েছে ইতালি প্রবাসী নিঃসন্তান এক দম্পতি।
গত রোববার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে শিশু কল্যাণ বোর্ডের এক সভায় শিশু জায়েদকে দত্তক নেয়ার জন্য ১০টি আবেদন নিয়ে আলোচনা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যালোচনায় অধিকতর বিত্তবান ইতালি প্রবাসী ওই দম্পতিকে দেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। গত সোমবার সন্ধ্যায় শিশুটিকে প্রবাসী দম্পতির কাছে হস্তান্তর করা হয়।
শিশু কল্যাণ বোর্ডের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা সমাজসেবা বিভাগের উপ পরিচালক আব্দুল কাইয়ুম জানান, শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ইতালি প্রবাসী ওই দম্পতির পরিচয় জনসম্মুখে জানানো হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা