১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হোসেনপুরে নিমুখালী সেতু এখন মরণফাঁদ

নিমুখালী সেতুর ফাটল : নয়া দিগন্ত -

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের নুরিয়ার বাজার এলাকায় নির্মিত নিমুখালী সেতুটি জনসাধারণের জন্য যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ে পড়ে অবস্থা। পিলারের পলেস্তার উঠে গিয়ে রড বেরিয়ে গেছে। সেতুর বিমগুলোতে চিড় ধরেছে। যেকোনো সময় সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ দিকে বিকল্প কোনো রাস্তা না থাকায় এ ঝুঁঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, প্রায় ৩৮ বছর আগে নির্মিত নিমুখালী সেতুটি এখন চলাচলের জন্য নিতান্তই ঝুঁঁকিপূর্ণ। সেতুটি পুনঃনির্মাণের জন্য তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।
উপজেলার পুমদি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান, পুমদি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন জরাজীর্ণ ও পুরাতন এ সেতুটি জরুরিভিত্তিতে পুনঃমেরামত করা দরকার।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী গালিব মুর্শেদ জানান, সেতুটি পুনঃনির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সেতুর নির্মাণ কাজ শুরু করতে এলজিইডির ঊর্ধŸতন কর্তৃপক্ষও সচেষ্ট রয়েছেন।


আরো সংবাদ



premium cement