১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

কটিয়াদীতে চেয়ারম্যান পদে ৪ প্রবীণ ২ নবীনের লড়াই

-

দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কটিয়াদী উপজেলার ষষ্ঠ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উপজেলার সর্বত্রই চলছে এখন প্রার্থীদের নিয়ে ভোটের হিসাব-নিকাশ। ফলে এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রবীণ প্রার্থীদের পাশাপাশি নবীনদের দিয়ে চুলচেরা বিশ্লেষণ।
এ দিকে প্রচারণার শেষ দিনে এসে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের নিয়ে তাদের সমর্থকেরা নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন প্রতিশ্রুতি, মাদকমুক্ত উপজেলা, সন্ত্রাস নির্মূল, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার অবকাঠামো উন্নয়নের কথা বলে নিজের প্রতীকে ভোট ভাগে নেয়ার চেষ্টা করছেন। পাশাপাশি মোটরসাইকেল শোডাউন, মিছিল, ভ্রাম্যমাণ জারি গানের আসর, মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালিয়েছেন।

এ ছাড়াও বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলের নির্বাচন বর্জন, নির্বাচন বিরোধী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং পথসভা সাধারণ ভোটারদের আগ্রহ আরো কমিয়ে দিচ্ছে। অন্য দিকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা আশা করছেন ২১ মে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।
কটিয়াদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন মো: আলী আকবর (দোয়াত কলম), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আসাদুজ্জামানের ছেলে মঈনুজ্জামান অপু (ঘোড়া), জেলা পরিষদের সদস্য মো: কামরুজ্জামান (কাপ পিরিচ), নজরুল ইসলাম (আনারস), সাবেক সংসদ সদস্য মেজর অব: আখতারুজ্জামান রঞ্জনের ছেলে মো: সাব্বির জামান রনি (কই মাছ) ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ দিলদার (মোটরসাইকেল)। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে সাব্বির জামান রনি ও নজরুল ইসলাম এই দুইজন নবীন। অন্য চারজন প্রবীণ প্রার্থী।

কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এবারের নির্বাচনে কোনো কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ব্যাপারে কমিশনসহ নির্বাচনের সাথে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। কোথাও কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement