১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় সবজির বাজারে ক্ষতিতে চাষিরা : লাভবান ব্যবসায়ীরা

-


কুষ্টিয়ায় পাইকারি ও খুচরা বাজারে সবজির দরের তারতাম্য। প্রকৃত কৃষকেরা সবজির দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলায় সব ধরনের সবজির চাষ হয়। বর্তমানে বাজার গুলোতে সব ধরনের সবজির আমদানি ভালো বলা যায়। চাষিরা আগামও মৌসুমি সবজির চাষ অব্যাহত রেখেছে। শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা সবজির বাজার হচ্ছে পৌরবাজার। সেখানকার আড়তগুলোতে প্রতিদিনই বিপুল পরিমাণ সবজির আমদানি হয়। মূল আড়তের বাইরে শাক ও ডাটা জাতীয় সবজি শহরের ব্যস্ততম এন রোডের প্রতিদিন ভোরে আমদানি হয়।
সরেজমিন দেখা গেছে, আড়ত থেকে পাইকারি দরে সবজি কিনে ওই বাজারেই খুচরা বিক্রিতে দেখা যায় দামের বেশ তারতম্য। কিন্তু এসব দেখার কেউ নেই? জেলা বাজার কর্মকর্তা রয়েছেন। বাজারে খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। কিন্তু মনিটরিংয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং সমাধান আনার ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েনি।

শহরের পৌরবাজার ঘুরে দেখা গেছে আলু পাইকারি ৪৪-৪৫ টাকা কেজি খুচরা বাজারে ৫০-৫২ টাকা। রসুন পাইকারি ১৯০-২০০ টাকা কেজি, খুচরা বাজারে ২০০-২২০ টাকা। পেঁয়াজ পাইকারি ৫০-৫৭ টাকা কেজি, খুচরা ৬০-৬০ টাকা। পটল পাইকারি ৩৩-৩৫ টাকা পাইকারি, খুচরা ৪০-৫০ টাকা। লাল শাক ৩০-৩৫ টাকা খুচরা ৪০-৫০ টাকা। ডাটা প্রকারভেদে ১০-২০ টাকা আটি, খুচরা ১৫-২৫ টাকা। ধুইনা পাতা কেজি ১০০ টাকা খুচরা ১৫০-১৮০ টাকা। ঝিঙ্গে পাইকারি ৩০-৩৬ টাকা খুচরা ৫০ টাকা। লাউ ২০-২৫ টাকা খুচরা ৩০ টাকা। লেবু ২-৩ টাকা পিচ, খুচরা ৪-৫ টাকা। বরবটি পাইকারি ৪০ টাকা কেজি, খুচরা ৫৫-৬০ টাকা। উসতে প্রকার ভেদে পাইকারি ৩০-৩৫ টাকা খুচরা ৪৫-৫০ টাকা। ধুমো পাইকারি ৪০ টাকা কেজি, খুচরা ৫০ টাকা। পুঁইশাক কেজি ১২-১৫ টাকা, খুচরা ৩০ টাকা। শসা পাইকারি কেজি ২২-২৫ টাকা, খুচরা ৪০-৪৫ টাকা। ঢেঁড়স পাইকারি কেজি ২২-২৫ টাকা, খুচরা ৩০-৩৫ টাকা। কুমড়া প্রকারভেদে ১৫-২৫ টাকা কেজি, খুচরা ৩০-৩৫ টাকা। কাচা মরিচ পাইকারি ৯০-১০০ টাকা কেজি, খুচরা ১৪০-১৫০ টাকা কেজি। কাচকলা ১৮-২০ টাকা, হালি খুচরা ২৫-২৭ টাকা হালি। কলমি শাক ৫ টাকা, ছোট আটি খুচরা বাজারে ১০ টাকা। কাকরোল পাইকারি ১৫ টাকা, খুচরা ২২-২৫ টাকা কেজি। নতুন মুখী কচু পাইকারি ৯০-১০০ টাকা, খুচরা ১০০-১২০ টাকা কেজি। বেগুন প্রকার ভেদে ৪০-৪৫ টাকা, খুচরা ৫৫-৬০ টাকা। সজনা ডাটা ৮০-৯০ টাকা কেজি, খুচরা ১০০ টাকা কেজি।

পৌর বাজারের আড়তদার রাসেল মিয়া জানান, এবার দাপদহ এবং জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ বন্ধ থাকায় চাষিরা সবজি চাষে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরেও কষ্ট করে যারা সবজি আবাদ করেছে সেই হিসেবে দাম পাচ্ছে না। পাইকারি বাজারে সবজির দাম কম হলেও খুচরা বাজারে সম্পূর্ণ উল্টো।
সবজি চাষি জিয়ারখির আবদুল হক জানান, সবজি উৎপাদনে খরচ বেড়েছে কিন্তু পাইকারি বাজারে দাম কম আবার এই সবজিই খুচরা বাজারে দ্বিগুণ মূল্য তাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement