১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
লংগদুতে বোরো আবাদ

আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে

-

রাঙ্গামাটি জেলার লংগদুতে বোরো আবাদে প্রথম দিকে বৈরী আবহাওয়া থাকলেও শেষ পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। মৌসুমের মাঝামাঝি বৃষ্টিপাত না হওয়ায় ধান ব্লাস্টে আক্রান্ত হয়। এতে আগাম ধান আবাদকারী কৃষকরা আর্থিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে শেষ দিকে এসে কয়েক দফা বৃষ্টিপাত হওয়ায় এবং অনুকূল পরিবেশ বিরাজ করায় শেষ পর্যন্ত ধানের বাম্পার ফলন হয়েছে।
লংগদু কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১৮৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে এবং আবাদি জমিতে প্রায় ১২০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৮৫০ হেক্টর জমিনে বোরো আবাদের কথা বলা হলেও কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় উপজেলার অনেক জায়গায় বিশেষ করে ফোরের মুখ থেকে শুরু করে বারবুনিয়ার কাছাকাছি এবং প্রায় কাট্রলি বিলের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত প্রায় ৭০০ হেক্টর ফ্রিজল্যান্ডে বোরো আবাদ করা হয়েছে। আগামীতে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদকৃত ফ্রিজল্যান্ডেও ৪৫০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবার লংগদুতে প্রায় ১৭০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, ইতোমধ্যে উপজেলায় প্রায় ৪০% ধান কাটা হয়ে গেছে। আগামী ১৪-১৫ দিনের মধ্যে সব ধান আবাদীরা ঘরে তুলতে সক্ষম হবে। সব মিলিযে উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত বাজারমূল্য পেলে অনেকেই লাভবান হবেন এবং আগামীতে খাদ্য উৎপাদনে আরো আগ্রহী হয়ে ওঠবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাদ্য উৎপাদন এবং কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ বাজার মনিটরিং করলে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছেন বোরো চাষিরা।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল