আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে
- আবদুর রহিম লংগদু (রাঙ্গামাটি)
- ১৮ মে ২০২৪, ০০:০০
রাঙ্গামাটি জেলার লংগদুতে বোরো আবাদে প্রথম দিকে বৈরী আবহাওয়া থাকলেও শেষ পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। মৌসুমের মাঝামাঝি বৃষ্টিপাত না হওয়ায় ধান ব্লাস্টে আক্রান্ত হয়। এতে আগাম ধান আবাদকারী কৃষকরা আর্থিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে শেষ দিকে এসে কয়েক দফা বৃষ্টিপাত হওয়ায় এবং অনুকূল পরিবেশ বিরাজ করায় শেষ পর্যন্ত ধানের বাম্পার ফলন হয়েছে।
লংগদু কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১৮৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে এবং আবাদি জমিতে প্রায় ১২০০০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৮৫০ হেক্টর জমিনে বোরো আবাদের কথা বলা হলেও কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় উপজেলার অনেক জায়গায় বিশেষ করে ফোরের মুখ থেকে শুরু করে বারবুনিয়ার কাছাকাছি এবং প্রায় কাট্রলি বিলের মাঝামাঝি পর্যন্ত অতিরিক্ত প্রায় ৭০০ হেক্টর ফ্রিজল্যান্ডে বোরো আবাদ করা হয়েছে। আগামীতে আবহাওয়া অনুকূলে থাকলে আবাদকৃত ফ্রিজল্যান্ডেও ৪৫০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবার লংগদুতে প্রায় ১৭০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, ইতোমধ্যে উপজেলায় প্রায় ৪০% ধান কাটা হয়ে গেছে। আগামী ১৪-১৫ দিনের মধ্যে সব ধান আবাদীরা ঘরে তুলতে সক্ষম হবে। সব মিলিযে উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত ফসলের উপযুক্ত বাজারমূল্য পেলে অনেকেই লাভবান হবেন এবং আগামীতে খাদ্য উৎপাদনে আরো আগ্রহী হয়ে ওঠবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাদ্য উৎপাদন এবং কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে যথাযথ বাজার মনিটরিং করলে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করছেন বোরো চাষিরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা