শিবগঞ্জে সাত মাসেও আধা কিলো রাস্তার কাজ শেষ হয়নি জনদুর্ভোগ চরমে
- শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সড়কের নয়াভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজারের লাইফ কেয়ার হাসপাতাল থেকে রানীহাটি গ্রামের সাবেক শিক্ষাসচিব মোমতাজুল ইসলামের বাড়ির সামনে জামে মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার (৪৫০ মিটার) রাস্তা সংস্কারের কাজ গত সাত মাসেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করে।
এলাকার প্রবীণ শিক্ষক জালাল উদ্দিনসহ অনেকেই জানান, প্রায় সাত মাস আগে ৪৫০ মিটার রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। এ পর্যন্ত সাড়ে তিনশ’ মিটার কাজ শেষ করে ফেলে রাখা হয়েছে। বাকি মাত্র একশ’ মিটার কাজ না করেই সংশ্লিষ্ট ঠিকাদার আনোয়ার হোসেন বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন।
প্রবীণ ওই শিক্ষক বলেন, অল্প বৃষ্টিতে এ রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদেরকে। এ দিকে এলজিইডির অফিসসূত্র জানায়, প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করে রাস্তার কাজ সমাপ্ত করা হবে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: ছাবের আলির সাথে মোবাইলফোনে কয়েকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা