বগুড়ার ৩ উপজেলায় সরকারি দলের ৪৭ প্রার্থী প্রচারণায়
- বগুড়া অফিস
- ১৬ মে ২০২৪, ০০:০৫
চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া সদরসহ তিন উপজেলার চেয়ারম্যান, ভাইস েেচয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৯টি পদে ৪৭ প্রার্থী প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমে পড়েছেন। কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিরোধীদলগুলো নির্বাচন বর্জনসহ এর পক্ষে প্রচারণা চালানোর কারণে একতরফা নির্বাচনের প্রতি ভোটারদের আগ্রহ নেই। আগামী ২৯ মে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদে ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। গত সোমবার তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ। প্রতীক বরাদ্দের পরই প্রতিটি এলাকা পোস্টারে ছেয়ে গেছে।
নির্বাচনে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন। সদর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন। শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেতা বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু (মোটরসাইকেল) ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান আনারস প্রতীক, সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (ঘোড়া) এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। এ ছাড়া শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু (মোটরসাইকেল), উপজেলা যুবলীগ সভাপতি এম সুলতান আহম্মেদ (ঘোড়া প্রতীক) এবং সাদ্দাম হোসেন মোল্লা দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ জানান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এদিকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং অফিসারের ওপর ক্ষোভ প্রকাশ করে তাকে পরিবর্তনের দাবি জানান সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক। তিনি অভিযোগ করেন, নির্বাচনী বিধি লঙ্ঘন করা হলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা