কাউখালীতে নিবন্ধিত জেলেদের বকনা বাছুর বিতরণ
- ১৬ মে ২০২৪, ০০:০৫
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের ব্যবস্থাপনায় গতকাল বুধবার পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে নিবন্ধিত ৩৭ জেলেকে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের জেলে বজলু শেখ ও শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের বসির ডাকুয়া বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গরু পেয়েছি আমরা এর যতœ করে নিজেকে সাবলম্বী করে তুলব। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা