নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না চঞ্চলের
- মেহেরপুর প্রতিনিধি
- ১৫ মে ২০২৪, ০১:৩৬
নানার বাড়িতে এসএসসি পাসের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলো না জান্নাতুজ্জামান চঞ্চলের (১৫)। মিষ্টি দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয় চঞ্চল। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গাংনী-কাথুলি সড়কের ভাটপাড়া ডিসি ইকোপার্কের নিকট ট্রাকের ধাক্কায় নিহত হয় সে। নিহত জান্নাতুজ্জামান চঞ্চল গাংনী উপজেলার চৌগাছা মোল্লাপাড়া গ্রামের প্রবাসী রকিবুজ্জামানের ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ ৪.৩৩ পেয়ে পাস করে।
নিহতের বাবা রাকিবুজ্জামান জানান, ছেলের নানার বাড়ি ধলা গ্রামে। এসএসসি পরীক্ষায় পাস করায় সে সেই বাড়িতে মিষ্টি দিতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক কেড়ে নিলো চঞ্চলের প্রাণ। সন্তান হারানোর এ ব্যথা সইবো কেমন করে?
গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে ট্রাক ও ড্রাইভারকে আটক করতে পুলিশ কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা