১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসিতে সাংবাদিকের যমজ কন্যার সাফল্য

-

বগুড়ার সোনাতলায় সাংবাদিক রবিউল ইসলাম সাজুর যমজ কন্যা তাসনিয়া ইসলাম সিজা ও তাসফিয়া ইসলাম ছোহা এবার এসএসসি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এবারের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে তারা এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তারা উভয় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। তাসমিয়া ইসলাম সিজা ও তাসফিয়া ইসলাম ছোহা দৈনিক আমাদের কণ্ঠের সোনাতলা উপজেলা প্রতিনিধি অধ্যাপক রবিউল ইসলাম সাজু ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের কন্যা। তারা এই সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। এছাড়া পরিবারের সকল সদস্য ও শিক্ষকমণ্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মীয়স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। দুই বোন শিক্ষা জীবন শেষ করে প্রকৌশলী হতে চায়।


আরো সংবাদ



premium cement