১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

ভাণ্ডারিয়ায় মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম দ্বিতীয়বারের মতো আবারও চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়ের গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে আরো তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার ও বিশিষ্ট সমাজসেবক সালাহ উদ্দিন। তাদের মধ্যে রোববার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এহসাম হাওলাদার ও সালাহ উদ্দিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর আগে অপর প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের মনোনয়নপত্র গত ৫ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়। পরে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোনো আপিলও করেননি। এতে করে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মিরাজুল ইসলামকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।
মাহিবুল হোসেন মাহিম পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই। এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসেও মিরাজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
মিরাজুল ইসলাম উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের মরহুম শাহাদৎ হোসেনের মেজ ছেলে। তার বাবাও ওই ইউনিয়নের বারবার চেয়ারম্যান ছিলেন। তার আপন বড় ভাই মো: মহিউদ্দিন মহারাজ পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য। তার আরেক ভাই মো: শামসুউদ্দিন তেলিখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ছোট ভাই ব্যবসায়ী।


আরো সংবাদ



premium cement
জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সকল