এসএসসিতে ইবনে তাইমিয়া কুমিল্লা বোর্ডে দ্বিতীয়
- ১৩ মে ২০২৪, ০০:০৫
এ বছর অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখল কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। ৩৮৫ জন জিপিএ ৫ পেয়ে কুমিল্লা বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ বছর এক হাজার ২৮৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এক হাজার ২৬৭ জন উত্তীর্ণ হয়। পাসের হার শতকরা ৯৯ ভাগ। পরীক্ষার্থীদের মধ্যে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ৩৮৫ জন। এ পেয়েছে প্রায় ৭০০ জন। অধ্যক্ষ মু: শফিকুল আলম হেলাল প্রতিষ্ঠানের এই সফলতায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সফলতা কামনা করেন। তিনি বলেন, এ সাফল্যের পেছনে ট্রাস্ট ও গভর্নিং বডির দক্ষ পরিচালনা, শিক্ষকদের নিরলস শ্রম, শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতা সর্বোপরি মহান আল্লাহর রহমতই কারণ। কুমিল্লা প্রতিনিধি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা