১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

কাহালুতে চেয়ারম্যান পদে আ’লীগের ৩ নেতার দৌড় ঝাঁপ

-

বিএনপি জামায়াতসহ অন্য কোনো রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্দলীয় ব্যক্তিও নির্বাচনে নেই। তাই চেয়ারম্যান হতে আওয়ামী লীগের ৩ নেতা ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে তেমন আগ্রহ নেই।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বগুড়া জেলার কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিরোধী জোট অংশ নিচ্ছে না। এমনকি আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ও মহাজোটের শরিক জোতীয় পার্টি, জাসদ, বাসদ বামজোটসহ কোনো রাজনৈতিক দল এবং নির্দলীয় কোনো ব্যক্তি কাহালু উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না। ফলে নির্বাচনের মাঠ প্রায় ফাঁকা। তাই এ নির্বাচনে সাধারণ ভোটার বা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী আমেজ নেই। নির্বাচনের ফাঁকা মাঠে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের ৩ নেতা। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে দৌড় ঝাঁপ করে কথার ফুল ঝুড়ি ছড়িয়ে সাধারণ ভোটারদের আকৃষ্ট করে ভোট ভিক্ষা করে চলছেন এবং উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি প্রদান করে চলছেন।
কাহালু উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৪০৬ জন। মহিলা ভোটার ৯৬ হাজার ৪৫০, পুরুষ ভোটার ৯৫ হাজার ৯৫১ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। ৩ জন চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়াম্যান ও ২ জন (সংরক্ষিত) মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আল্ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও বগুড়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এ এন এম আহছানুল হক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে এবারের নির্বাচনে দলীয় নৌকা প্রতীক না থাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে যে যার মতো করে ৩ প্রার্থীর হয়ে মাঠে প্রচার-প্রচারণা চালাতে পারছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement