মধুপুরে নির্বাচন পরবর্তী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১২ মে ২০২৪, ০০:০৫
গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে সাবেক কৃষিমন্ত্রীর প্রভাবকে কাজে লাগিয়ে অনিয়ম করে ফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছরোয়ার আলম খান আবু। অভিযোগে তিনি আরো বলেন, নির্বাচনোত্তর সহিংসতায় মধুপুরের বিভিন্ন স্থানে তার কর্মী ও ভোটাররা নির্যাতনের শিকার হচ্ছেন। দোকান, পুকুরের মাছ ও ক্ষেতের ফসল লুট করা হচ্ছে। সেই সাথে অটোভ্যান ছিনতাই, মেরে হাত পা ভেঙে দেয়া হয়েছে। অভিযোগে তিনি বলেন, এসব হচ্ছে টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাকের মদদে।
গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনের নিচ তলার এক সংবাদ সম্মেলন করে ছরোয়ার আলম খান আবু এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, উপপ্রচার সম্পাদক মোহসীনুল কবির, সদস্য আব্দুল বাছেদ, ব্যবসায়ী নেতা মীর জহির উদ্দির বাবর, খন্দকার মনিরুল ইসলাম লাবু, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান রনি ও আমিনুল ইসলাম বাবলু।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা