১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইন্দুরকানীতে নীরব ভোট বিপ্লব

৭৬.৬২ শতাংশ ভোট পেয়ে জিতলেন মুক্তিযোদ্ধা কন্যা দিলারা

-

ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীরব ভোট বিপ্লব ঘটিয়েছেন মুক্তিযোদ্ধা কন্যা দিলারা পারভীন। দিলারা পারভীন ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাওলাদারের কন্যা।
কোনো মিছিল সমাবেশ ছাড়াই হেঁটে হেঁটে মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করেছেন। মাইকিং প্রচারণাও তার তেমন ছিল না। কেন্দ্রের ভোট গণনা শেষে একে একে ফলাফল আসতে শুরু করলে তার প্রাপ্ত ভোটের পাল্লা ভারী হতে থাকে। উপজেলার ৩৫টি ভোট কেন্দ্রের ৩৪টিতেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে ২২,২৪৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১৭,০৪৮ ভোট, যা মোট বৈধ ভোটের ৭৬ দশমিক ৬২ শতাংশ।

 


আরো সংবাদ



premium cement