বিএনপি থেকে ইসলামী আন্দোলনে যোগদান করিনি
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ০০:০৫
শেরপুরের কুসুম্বি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা শাহ আলম ওরফে পান্না বিএনপি থেকে পদত্যাগ করেননি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানও করেননি এমনটা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
গত মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। গত রোববার শেরপুর উপজেলার বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে ওয়াজ মাহফিলে যাই। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের হাত ধরে যোগদান করেছি। এমন খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা সত্য নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে সদস্য ফরম বা প্রত্যয়ন ফরম পূরণ করেছি এটা তাদের অনুদান দেয়ার জন্য পূরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, শফিকুল ইসলাম শফিক, সোহানুর রহমান লাভলু, আবু রায়হান, সাফিউল আলম সবুজ, তরিকুল ইসলাম সম্রাট প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা