বরগুনায় আয়রন সেতু ভেঙে খালে, দুর্ভোগে ১০ গ্রামবাসী
- বরগুনা প্রতিনিধি
- ০৮ মে ২০২৪, ০০:০৫
বরগুনার সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে অবস্থিত তালতলী খালের আয়রন সেতুটি গত সোমবার দুপুরে ভেঙে খালে পড়ে গেছে। এই আয়রন সেতুর ওপর দিয়ে চলাচল করত তালতলী উপজেলার নিশানবাড়িয়া, সওদাগরপাড়া, বারোঘর বাজার, চেয়ারম্যান বাজার, কুয়াকাটা, লাউপাড়া, তাঁতিপাড়া, ফকিরহাট, তালতলীসহ প্রায় ১০ গ্রামের মানুষ। সেতুটি ভেঙে যাওয়ায় বড় দুর্ভোগে পড়েছেন তারা। প্রায় ৩০ বছর আগে এলজিইডি বিভাগ সেতুটি নির্মাণ করে। স্থানীয় অনেকেই জানান, সেতুটির আয়রন পাইলগুলো অনেক আগেই ক্ষয় হয়ে গিয়েছিল।
স্থানীয় আবুল কালাম জানান, তালতলী কবিরাজপাড়া এলাকার খালের ওপরের সেতুটির সংস্কারের প্রয়োজন ছিল অনেক আগেই। ভেঙ্গে যাওয়ার আগেও এই সেতুটি দিয়ে ঝুঁকি নিয়েই মানুষ চলাচল করত। কারণ, বিকল্প পথ প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হয়। কর্তৃপক্ষের নজরে ছিল না বলে এভাবেই অরক্ষিত ছিল সেতুটি। এ বিষয়ে বরগুনার তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ভেঙ্গে যাওয়া সেতুটি সংস্কারে ইতোমধ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ার পর কাজ শুরু হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা