জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেয়ার দাবি
- পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
- ০৮ মে ২০২৪, ০০:০৫
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন জেন্ডার সমতা এবং জলবায়ু জোট-বাংলাদেশ পাথরঘাটা শাখার সদস্যরা। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এনএসএস’র বাস্তবায়নে গতকাল মঙ্গলবার পাথরঘাটা উপজেলা হলরুমে সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান খান।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৃণমূল নারী নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অসমতা ও বৈষম্য দূরীকরণে সুরক্ষা ও জেন্ডার রূপান্তরমূলক পরিবর্তন, কার্যকর জলবায়ু কার্যক্রম গ্রহণ এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রভাব মোকাবেলায় এগিয়ে আসতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা