আলীকদমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা
- মমতাজ উদ্দিন আহমদ আলীকদম (বান্দরবান)
- ০৮ মে ২০২৪, ০০:০৫
বান্দরবানের এককালের আদর্শ উপজেলা আলীকদমে আজ অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীরা প্রতিদিন রাতে নানান স্থানে পথসভা করেছেন এবং তাদের কর্মীরা গিয়েছেন ভোটারের দরজায়। প্রশাসনও নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত। গত শুক্রবার নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণও সম্পন্ন করা হয়েছে। দেশের ১৫০ উপজেলায় ভোটগ্রহণের তালিকায় যুক্ত হয়েছে বান্দরবানের বাঙালি অধ্যুষিত আলীকদমে। তবে পাহাড়ি ভোটারের সংখ্যাও অর্ধেকের কাছাকাছি। আলীকদম উপজেলার চারটি ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৩২ হাজার ৮০৫ জন। কেন্দ্রের সংখ্যা ২১টি। ২০১৯ সালের তুলনায় ভোটার বেড়েছে তিন হাজার ৭২১ জন।
আলীকদম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুুইজন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন (টিউবওয়েল) ও সাবেক ভাইস চেয়ারম্যান রিটন (তালাচাবি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার (প্রজাপতি) ও সাবেক ইউপি সদস্যা ইয়াছমিন আক্তার মণি (পদ্ম ফুল)।
সূত্র মতে, বর্তমান চেয়ারম্যান টানা তিনবারের চেয়ারম্যান থাকলেও এলাকার উন্নয়নে তার পশ্চাৎবিমুখ নীতি ভোটারদের কাছে পরিষ্কার হচ্ছে। অপর দিকে বাংলাদেশের একমাত্র কলেজবিহীন উপজেলা হিসেবে খ্যাত এই উপজেলায় ‘আলীকদম কলেজ’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন। তিনি এম এ ডিগ্রিধারী জনপ্রতিনিধি এবং ধার্মিক হিসেবে তার আলাদা একটা পরিচিতি আছে।
সরেজমিন দেখা যায়, জামাল উদ্দিন রাজনীতি, ব্যবসা ও ঠিকাদারির মাঠ থেকে এসেও তিনি দুইবার সদর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি শিক্ষিত প্রজন্ম ও যুবকদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন।
অপর দিকে আবুল কালাম বিগত তিন বার নির্বাচিত হলেও শিক্ষাবিমুখ এবং এলাকার উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেননি। সাবেক এ বিএনপি নেতা উপজেলার বিএনপিপন্থী ভোটারদের আনুকূল্য পেয়ে ছিল। মূলধারার বিএনপি এখন কালামের পক্ষে নেই। ২০১৯ সালে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা