১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দৌলতদিয়ায় প্রমত্তা পদ্মার তাণ্ডব শুরু

ভাঙনে বিলীন হচ্ছে ৬ ও ৭ নং ফেরিঘাটসংলগ্ন নদীপাড়
ভাঙনের মুখে দৌলতদিয়ায় ৬ ও ৭ নং ফেরিঘাটসংলগ্ন নদীপাড় : নয়া দিগন্ত -

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ ও ৭ নং ফেরিঘাটে শুরু হয়েছে পদ্মার তাণ্ডব। ভাঙনে ঘাট দু’টির পাশে ছাত্তার মেম্বর পাড়ার নদীর পাড় বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে প্রায় ১৫০টি বসতবাড়ি, দোকানপাট ও ওই দু’টি ফেরিঘাট।
সরেজমিন দেখা যায়, গত একসপ্তাহে পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্টে প্রায় ৪-৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার জোয়ারে নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। সৃষ্টি হয়েছে আছড়ে পড়া ঢেউ। লঞ্চ ও ছোট ছোট নৌযানকে ধীরে ধীরে চলাচল করতে দেখা যায়।
এ সময় ৬ নং ফেরিঘাটের বিশাল এলাকার গাছপালাসহ পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হতেও দেখা যায়। বেশ কিছু স্থানীয় লোকজন প্লাস্টিকের বস্তায় বালুমাটি ভরে ভাঙন রোধের চেষ্টা করছেন।
এ সময় কর্মরত আব্দুল বারেক সরদার বলেন, গত একসপ্তাহ ধরে এই এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারি লোকজন এসে দেখে গেছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র ভাঙন এলাকা পরিদর্শন শেষে বলেন, পদ্মার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা দ্রুতসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement