বিধ্বস্তের একমাসেও আহম্মদিয়া মাদরাসা মেরামতের উদ্যোগ নেই
- ০৭ মে ২০২৪, ০০:০৫
দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার পূর্বচরউমেদ আহম্মদিয়া দাখিল মাদরাসার টিনশেড ঘরটি কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে যায়। এতে করে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। রামগঞ্জ ইউনিয়নের পূর্বচরউমেদ আহম্মদিয়া দাখিল মাদরাসাটি ১৯৭৫ সনে একটি দু’চালা টিনশেড ঘর নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহযোগিতায় টিনশেড ঘরটি মেরামত করা হয়। জানা যায়, মান্দাতার আমলের পুরোনো টিনশেড প্রতিষ্ঠানটিতে ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে নিয়মিতভাবে। প্রতিবছর শতভাগ জেডিসি ও দাখিল পাস করা এ প্রতিষ্ঠানটির সুপার মাওলানা অলিউল্যাহ বলেন, গত ৭ এপ্রিল কালবৈশাখী ঝড়ে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হয়ে যায়। কিন্তু একমাস অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি শিক্ষা প্রকৌশল অধিদফতর বা কর্তৃপক্ষ। এতে করে ১০টি শ্রেণির পাঠদান কার্যক্রম করানো হচ্ছে মাত্র তিনটি কক্ষে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মাদরাসাটির পক্ষে একটি লিখিত আবেদন পেয়েছি শিগগিরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। লালমোহন (ভোলা) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা