মৌলভীবাজারে বিদেশফেরত স্ত্রীকে হত্যার পর দা নিয়ে স্বামীর আত্মসমর্পণ
- মৌলভীবাজার প্রতিনিধি
- ০৭ মে ২০২৪, ০০:০৫
মৌলভীবাজারের কমলগঞ্জে সৌদিফেরত শিল্পী বেগম (২৩) নামে এক সন্তানের মাকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। হত্যার পর রক্তাক্ত দা নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সফর আলী। গত রোববার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়ায় লিপ্ত সন্দেহে শিল্পীকে হত্যা করেন স্বামী সফর।
স্থানীয়রা জানান, বাঘমারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সফর ২০১৮ সালে প্রেম করে বিয়ে করেন শ্রীমঙ্গলের ভাড়াউড়া রোডের মুক্তার মিয়ার মেয়ে শিল্পীকে। তাদের সোহাগ নামে পাঁচ বছরের এক ছেলে রয়েছে। গত পাঁচ মাস ধরে শিল্পীর সাথে সফরের বনিবনা না হওয়ায় গত রোজার চার দিন আগে হেলাল নামে এক দালাল মারফত সৌদি আরব যান শিল্পী।
বিষয়টি জানার পর শিল্পীকে দেশে নিয়ে আসা হয়। গত শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠার পর সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের গর্ভবতী। এ বিষয়টি নিয়ে মারধরের একপর্যায়ে শিল্পীকে গলা কেটে হত্যা করে সফর আলী।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, শিল্পীকে গলা কেটে হত্যা করা হলেও তার শরীরে আঘাত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সফর আলীর বাবা কদ্দুস মিয়া ও মা সরুফা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা