নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- পিরোজপুর প্রতিনিধি
- ০৬ মে ২০২৪, ০০:০৫
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্লাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানিয়েছে, বেল্লাল বোরো ধান মাড়াইয়ের জন্য রাত সাড়ে ৯টার দিকে মাড়াইয়ের স্থানটি আলোর ব্যবস্থা করতে নিজ ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শিপন পাল বলেন, বেল্লালকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। নাজিরপুর থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা