সিংড়ায় নারীশ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ০০:০৫
এবার তীব্র তাপদাহে জর্জরিত উপজাতি নারী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। শনিবার উপজেলা রাতাল এলাকায় শতাধিক ধান কাটা নারী শ্রমিকের মাঝে বোতলজাত পানি, জুস, লাচ্ছি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ ও প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইফতেখারুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশকর্মী জাকারিয়া মিঠু প্রমুখ।
কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মূলত তারা চলনবিলের পাখি, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। চলমান তীব্র তাপদাহে এখন পর্যন্ত আট শতাধিক শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, প্রখর তাপদাহ উপেক্ষা করে কৃষকরা বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্থ সময় কাটাচ্ছেন। তাপদাহে জর্জরিত কৃষকের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা