১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
নয়া দিগন্তের সাংবাদিকের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ

যশোর শিক্ষা বোর্ডের পিয়ন দাউদ ওএসডি

-

নয়া দিগন্তের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এম আইউবের সাথে অসৌজন্য আচরণ করা কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডুর দফতরের পিয়ন আবু দাউদকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তাকে প্রত্যাহার করে প্রশাসন বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সচিব প্রফেসর এম আবদুর রহিম। তিনি বলেন, দাউদকে আপাতত ওএসডি করা হয়েছে। এরপর আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এম আইউব গত ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডুর সাথে মোবাইল ফোনে কথা বলে একটি তথ্য নিতে শিক্ষা বোর্ডে যান। সেখানে যাওয়ার পর কলেজ পরিদর্শককে না পেয়ে তাকে ফোন করলে তিনি তাকে তার রুমে বসতে বলেন। কলেজ পরিদর্শকের সাথে তিন দফা কথা হয় সাংবাদিক এম আইউবের। তিনি প্রতিবারই তার রুমে বসতে বলেন। অথচ পিয়ন আবু দাউদ বসতে দেবেন না বলে ঔদ্ধত্য দেখান। এমনকি বেলা সাড়ে ১২টার দিকে তাকে বের করে দিয়ে রুমে তালা দেয়ার চেষ্টা করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবু দাউদ মারমুখী এবং অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার সাথে সাথে যশোরের অর্ধশতাধিক সাংবাদিক শিক্ষা বোর্ডে ছুটে যান। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থলে আসেন বোর্ডের ওইদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সচিব প্রফেসর এম আবদুর রহিম। তার সাথে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ, কলেজ পরিদর্শক সমীর কুমার কুণ্ডু, কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের দফতরে তাৎক্ষণিক সমঝোতা বৈঠকে বসেন তারা।
বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জড়িত দাউদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, জড়িত ব্যক্তিকে ওই দফতর থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিশ্রুতি মোতাবেক আবু দাউদকে তিন দিনের সময় দিয়ে বুধবার শোকজ করা হয়। তিন দিন পর দাউদ শোকজের জবাব দেন। সর্বশেষ, তাকে প্রত্যাহার করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement