টাঙ্গাইলে তৃষ্ণার্ত মানুষের পাশে সোনালী সূর্য
- টাঙ্গাইল প্রতিনিধি
- ০৪ মে ২০২৪, ০০:০০
প্রচণ্ড তাপদাহের মধ্যে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী সূর্য, টাঙ্গাইল। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এ উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
মানুষের পাশে মানুষ- এই সে্লাগানকে সামনে রেখে শুক্রবার দুপুরে ঠাণ্ডা পানির বোতল নিয়ে টাঙ্গাইল শহরের জেলা সদর গেটের সামনে হাজির হন সোনালী সূর্যের সদস্যরা। ঘণ্টাখানেক সময় ধরে তারা ৬০০ পানির বোতল বিতরণ করেন। অটোরিকশা চালক, ইজিবাইকের চালক, সিএনজিচালিত অটোরিকশা চালক, বাসের চালক ও হেলপার এবং দিনমজুরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই তীব্র গরমে একটু ঠাণ্ডা পানি পেয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইলিয়াছ হোসেন মনি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মালেক আদনানসহ সংগঠনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা