ব্রাহ্মণবাড়িয়ায় পল্লীমঙ্গল কর্মসূচির উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ২৬ এপ্রিল ২০২৪, ০০:০৫
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে অবস্থিত সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৬ শতাধিক দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ ও চশমা বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পল্লী মঙ্গল সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জয় কুমার বর্ধন বিশেষ অতিথি ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া, সহকারী প্রোগ্রাম ম্যানেজার (নিট) মোমেন সরকার। অন্যান্যের মধ্যে ছিলেন জোনাল অ্যাকাউন্টেন্ট সেলিম রেজা, আইটি অফিসার মোহাম্মদ শামিম। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: আশিকুর রহমান, গাইনি বিশেষজ্ঞ ডা: জান্নাতুল নাঈম, চক্ষু বিশেষজ্ঞ মো: মনিরুজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা