ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক জনি বহিষ্কার
- ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:১২
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।
গত রবিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলমগীর তাজ জনিকে বহিষ্কার করা হয়।
জানতে চাইলে আলমগীর তাজ জনি নয়া দিগন্তকে বলেন, বহিষ্কার আদেশের আগে কারণ দর্শানো অথবা এ রকম লিখিত কোনো পত্র পাইনি। নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে হঠাৎ করে এ রকম বহিষ্কার আদেশ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এর পেছনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাত থাকতে পারে বলে সন্দেহ তার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা