দাগনভূঞায় প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ২৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফেনীর দাগনভূঞায় দুবাই প্রবাসী জিয়া উদ্দিন বাবলুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের নুর বক্স মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবলুর চাচা নূরুল হুদা (৬০) বাদি হয়ে দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বাদি উল্লেখ করেন যে, গত ২১ এপ্রিল রাতে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত শত্রুতাবশত আমার বিল্ডিংয়ের বারান্দায় আগুন লাগিয়ে দেয় এবং বসতঘরের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা আগুন দিয়ে ও গ্লাস ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা