বরিশালে চুরি মামলার আসামি ধরতে গিয়ে পুলিশ আহত
- বরিশাল ব্যুরো
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:৫১
বরিশালে চুরি মামলার আসামিকে গ্রেফতারে গিয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম নিপুর হামলায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জখম হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল রোডে অমৃত লাল কলেজের পশ্চিম পাশের গলিতে এ ঘটে।
পুলিশের ওপর হামলার সময় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় চুরি হওয়া বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ শফিকুলকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিএম আরিচুল হক।
গত বুধবার নগরীর নতুন বাজার থেকে বাইসাইকেল চুরির অভিযোগে নিপুসহ তার সহযোগী শাওনের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবারই থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী সুশান্ত দাস। সেই মামলায় নিপুকে গ্রেফতারের সময় কেঁচি দিয়ে এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ পুলিশের। এ মামলার আরেক আসামি শাওনকে গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা