১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দিনাজপুরে স্ত্রী-মেয়েকে হত্যা, ঘাতক বাবা গ্রেফতার

-

সন্তানদের গালিগালাজকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি। পরে ক্ষোভ থেকে স্ত্রী ও এক সন্তানকে হত্যা করেছেন স্বামী।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অপর এক সন্তান। হত্যাকাণ্ডের অভিযোগে ঘাতক বাবা শহীদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই রব্বান, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ-আল মামুন, বিরামপুর সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতার হওয়া শহীদুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর চিনিরচড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। এ ঘটনায় নিহত হয়েছেন তার স্ত্রী মর্জিনা বেগম (৩০), তার মেয়ে আফরিন (৫)। আর গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি রয়েছে অপর সন্তান আল আমিন (২১)।
এই হত্যার ঘটনা স্বীকার করায় শহীদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর কথা জানান পুলিশ সুপার। গত শনিবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement