১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রামগতিতে ১১ দোকান পুড়ে ছাই, আহত ৭

-

লক্ষ্মীপুরের রামগতিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে চারটি ফার্মেসিসহ ১১টি দোকান। গত শনিবার রাতে উপজেলার রামদয়াল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাফেজিয়া মাদরাসাসহ আরো ছয়টি দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাজারের জিরো পয়েন্ট থেকে হাফেজিয়া মাদরাসা গেট পর্যন্ত ১১টি দোকান আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়ী ও এলাকাবাসীর পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হচ্ছেন- ফাহাদ, আপন, তরিকুল ইসলাম, ইব্রাহিম, নিজাম উদ্দিন, আবদুজ্জাহের, রাজীব, সিরাজুল ইসলাম, আবুল বাশার এবং অজয় দাস। আগুন নেভাতে গিয়ে আহত সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement