কাউখালীতে নিরাপদ সড়কের দাবিতে হ্যান্ড মাইকে প্রচারণা
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
পিরোজপুরের কাউখালীতে নিরাপদ সড়ক চাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না- এই বার্তা নিয়ে মাঠে নেমে উপজেলার বিভিন্ন স্থানে ও পথে পথে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সমাজকর্মী আব্দুল লতিফ খসরু। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার উত্তর বাজার টেম্পোস্ট্যান্ড থেকে তার প্রচারণার যাত্রা শুরু হয়। চিরাপড়া ব্রিজসংলগ্ন টেম্পোস্ট্যান্ড, ডাকবাংলো মোড় টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, আশ্রম মোড়, উত্তর বাজার রিকশাস্ট্যান্ডে এ প্রচারণা চালান তিনি। লিফলেট বিতরণের সময় লতিফ খসরু জানান, সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। কেউ বা আহত হয়ে জীবনের বাকি অংশটা পঙ্গু হয়ে কাটাতে হচ্ছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধ এবং মানুষকে সচেতন করতে আমার এ উদ্যোগ। হয়তো এই উদ্যোগের ফলে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা