দাগনভূঞায় বঙ্গবন্ধুকে কটুক্তি : আ’লীগ নেতাকে শোকজ
- দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ০০:০৫
ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৭ এপ্রিল মুজিব নগর দিবস নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিযুক্ত বাবরের বিরুদ্ধে দাগনভূঞা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ। তবে বাবর বলেছেন বিষয়টি তার বিরুদ্ধে যড়যন্ত্র।
এ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন নয়া দিগন্তকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। দায়িত্বশীল পদে আসীন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কি জন্য করেছেন তা আমার বোধগম্য নয়। বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। তার টেলিফোনিক নির্দেশনানুযায়ী বাবরের বিরুদ্ধে ১৯ এপ্রিল কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কাশেদুল হক বাবর বলেন, এটি আমার বিরুদ্ধে একটি চক্রের ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডির ম্যাসেঞ্জার হ্যাক করে দুবৃর্ত্তরা এই অপকর্মটি করেছে। আমি এ বিষয়ে দাগনভূঞা থানায় একটি জিডি করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা