বগুড়ায় অস্ত্রের মুখে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৫
- বগুড়া অফিস
- ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৫
বগুড়ার গাবতলীতে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে জেলার গাবতলী উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো- রাব্বি, আব্দুল অহেদ, হৃদয়, নুর আলম ওরফে নিশাদ ও কাউছার। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে, জানান ওসি আবুল কালাম আজাদ।
গাবতলী থানার ওসি বলেন, গত বৃহস্পতিবার বগুড়া শহরের কলোনী এলাকায় বসবাসরত গৃহবধূ তার স্বামীকে নিয়ে সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে বেড়াতে যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া শহরের দিকে ফেরার পথে গাবতলীর মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় পৌঁছা মাত্র আসামিরা তাদের ইজিবাইক ঘিরে ধরে এবং ওই ইজিবাইক চালক ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে সিঙ্গার বিলে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে পালাক্রমে আসামিরা ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ভোর রাতে অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা