নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ
- নাটোর প্রতিনিধি
- ২০ এপ্রিল ২০২৪, ০২:০৮
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ মো: লুৎফুল হাবীব রুবেলকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার বিকেলে তাকে আগারগাঁও নির্বাচন ভবনে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশে এ নির্দেশনা দেয়া হয়। ওই দিন বিকেলে নাটোর জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ গণমাধ্যম কর্মীদের শোকজের বিষয়টি জানান। লুৎফুল হাবীবকে নির্বাচন কমিশনের দেয়া চিঠিতে 'নাটোরে ৫ ঘণ্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাইসহ তিনজনকে অপহরণ' শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিনজনকে অপহরণের সংবাদে লুৎফুল হাবীবকে দায়ী করা হয় এ প্রতিবেদনে। লুৎফুল হাবীব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক।
ইসির চিঠিতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। এ ধরনের ঘটনার জন্য কেন প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে সোমবার বিকেল ৪টা ১০ মিনিটে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা