কেন্দুয়ায় চুরির হিড়িক
- আবু বকর ছিদ্দিক কেন্দুয়া (নেত্রকোনা)
- ২০ এপ্রিল ২০২৪, ০২:০৬
নেত্রকোনার কেন্দুয়ায় চুরির হিড়িক পড়েছে। মোটরসাইকেল, সেচ মোটর, গরু-ছাগল, বৈদ্যুতিক তারসহ নানা জিনিস দেদারছে চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। চুরি ঠেকাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকরা।
জানা যায়, উপজেলার গোপালপুর মডেল বাজার হতে গত বুধবার সন্ধ্যায় সরিষাকোটা গ্রামের দিলকুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। এর আগে ক্রাউন সিমেন্টের এসআর জয়নাল আবেদিনের, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল আলম ভূইয়ার, গড়াডোবা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহাগের, সাউদপাড়া মসজিদের খতিব হারুন হুজুরের, মাসকা গ্রামের সেলিম রানার, নাজমুল হাসানের, আমানুল্লার এবং বাইগনি গ্রামের আনোয়ার হোসেনের একটি মোটরসাইকেল চুরি হয়।
মোটরসাইকেল চুরি যাওয়া ছাড়াও এখানে গরু-ছাগল ও অন্যান্য জিনিসপত্রও চুরি হয়ে যাচ্ছে ইদানীং। এর মধ্যে রায়পুর গ্রামের আবদুল খালেক ভূঁইয়ার তিনটি, হারুন অর রশিদ ভূঁইয়ার তিনটি, হাফিজ উদ্দিন ভূঁইয়ার তিনটি গরু চুরি হয়। উজ্জ্বলপুর গ্রামের বিল্লাল হোসেনের দু'টি খাসি ও হানিফ মিয়ার সেচমোটর, মাসকা গ্রামের আলমগীর কবিরের সেচমোটর, সরিষাকোটা গ্রামের শহিদ মিয়ার সেচলাইন, মাসকা গ্রামের শহিদুল্লার সেচমোটর, গোপালপুর মডেল বাজারের দু'টি টিউবওয়েল ও মাসকা গ্রামের রাকিব মিয়ার একটি সেচমোটরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো নানা জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে।
এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি ঠেকাতে গোয়ালঘর ও সেচঘরে রাত জেগে পাহারা বসানো হয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এসব বন্ধে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা